মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সম্মান রক্ষার্থে খুন

মেয়েকে পুড়িয়ে মারার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

মেয়েকে পুড়িয়ে মারার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

জিনাত রফিক

সম্মান রক্ষার্থে (অনার কিলিং) নিজের মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার দায়ে পাকিস্তানে এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির লাহোরের সন্ত্রাসবাদবিরোধী একটি আদালতের বিচারক চৌধুরী মোহাম্মদ ইলিয়াস গতকাল এ রায় দেন। ওই নারীর এক ছেলেকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালতটি। তবে তার অপর এক মেয়ের জামাইকে বেকসুর খালাস দেওয়া হয়।

লাহোরের ফ্যাক্টরি এরিয়ার বাসিন্দা জিনাত রফিক (১৮) নিজের পছন্দমতো হাসান খান নামে এক যুবককে বিয়ে করেছিল। জিনাতের পরিবার প্রথম দিকে এ বিয়ে মেনে নিতে পারেনি। পরে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে হাসান তার স্ত্রী জিনাতকে বাপের বাড়ি পাঠাতে রাজি হয়। জিনাত বাড়ি ফিরে আসার পরপরই পারভীন বিবি নামে ওই নারী ছেলের সহযোগিতায় মেয়ের হত্যার পরিকল্পনা করেন। খুনের এ ঘটনা ঘটে জিনাত-হাসানের বিয়ের এক সপ্তাহের কিছু সময় পর। জিনাতের স্বামী হাসানের করা এক মামলায় গ্রেফতার হন পারভীন, তার ছেলে আনিস ও অপর এক মেয়ের জামাই। এরপর পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এ মামলারই রায় হলো গতকাল। জিনাতের বোনের জামাইকে পুলিশ সন্দেহ করলেও আদালত তাকে খালাস দিয়েছে। ডন অনলাইন।

সর্বশেষ খবর