বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতীয় ঐক্যের সরকার গঠনে হামাস-ফাতাহ মতৈক্য

হামাসের সঙ্গে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনে রাজি হয়েছে বিরোধী ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকার। রাশিয়ার রাজধানী মস্কোতে তিন দিনের আলোচনা শেষে মঙ্গলবার এই চুক্তিতে সম্মত হয় দল দুটি। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠন দুটি মিলে একটি নতুন ‘ন্যাশনাল কাউন্সিল’ গঠন করবে। এতে নির্বাসনে থাকা ফিলিস্তিনিরাও অন্তর্ভুক্ত হবেন এবং নির্দিষ্ট সময়ে তারা নির্বাচন করবেন। ফাতাহর জ্যেষ্ঠ কর্মকর্তা আজম আল আহমদ বলেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় এই সময়ে এ ধরনের উদ্যোগ অনেক বেশি ভালো।’ নতুন এই চুক্তিতে ফিলিস্তিনের ‘ইসলামিক জিহাদ’ সংগঠনটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের কোনো আলোচনায় এই সংগঠনটিকে অংশ নিতে দেওয়া হয়নি। ২০০৬ সালের নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে এক গৃহযুদ্ধের মধ্য দিয়ে গাজার অধিকার নেয় হামাস। এরপর থেকে মাহমুদ আব্বাসের ফাতাহর সঙ্গে বিবাদ চলে আসছে তাদের। পরে ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীর এবং গাজা উপত্যকায় স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করে ফিলিস্তিনি সরকার। সর্বশেষ ২০০৬ সালে একটি নির্বাচন হয়েছিল ফিলিস্তিনে। ওই নির্বাচনে হামাস ও ফাতাহ অংশ নেয়। এদিকে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। তারা ইসরায়েলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেম সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াতে তার প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর