বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি

ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণের চেষ্টা করলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আশা শেষ হয়ে যাবে বলে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে জাতিসংঘ। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্ল্যাদেনভ গতকাল নিরাপত্তা পরিষদে বক্তব্য  দেওয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ফিলিস্তিনি ভূখণ্ডকে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে একীভূত করে নেওয়ার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পর ম্ল্যাদেনভ এ সতর্কবাণী উচ্চারণ করলেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়ে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। অনলাইন।

সর্বশেষ খবর