শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারত মহাসাগরে নৌশক্তি বাড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের সতর্কতা

ভারত মহাসাগরে নৌশক্তি বাড়াচ্ছে চীন

ভারতীয় উপকূলে চীন নৌশক্তি বাড়াচ্ছে বলে ভারতকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র। বিষয়টি বিবেচনা করে তিনি ভারতকেও প্রভাব বাড়ানোর পরামর্শ দিয়েছেন। ভারত মহাসাগর এলাকায় চীনের সাবমেরিন ও জাহাজের গতিবিধি সম্পর্কে তথ্য বিনিময় করছে ভারত ও মার্কিন  নৌবাহিনী। অ্যাডমিরাল হ্যারি প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন। এই কমান্ডের মাধ্যমে বিশ্বের ৫২ ভাগ এলাকায় সামরিক কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র। হ্যারি বিস্তারিত কিছু না বললেও ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর কার্যক্রমকে ভারতীয় নৌবাহিনীর জন্য উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন। হ্যারিস বলেন, আমি মনে করি ভারত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব বৃদ্ধির বিষয়ে ভারতের সতর্ক হওয়া উচিত। আপনি যদি বিশ্বাস করেন যে এ অঞ্চলে নির্দিষ্ট পরিমাণে প্রভাব থাকবে, তাহলে চীনের প্রভাব থাকার অর্থ হলো ভারতের কোনো প্রভাব না থাকা। যুক্তরাষ্ট্র-চীন ও ভারতের  নৌশক্তির সামর্থ্যের কথা তুলে ধরে হ্যারি বলেন, বর্তমানে, রাত ও দিনের যে কোনো সময়ে অভিযান চালাতে সক্ষম এমন বৃহৎ আকারের মার্কিন যুদ্ধবিমানবাহী জাহাজের সঙ্গে চীনা যুদ্ধজাহাজ পাল্লা দিতে সক্ষম নয়। তবে চীনের তুলনায় ভারত যুদ্ধবিমানবাহী জাহাজ পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এনডিটিভি।

সর্বশেষ খবর