শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সিরিয়া সংকট

আস্তানায় শান্তি সম্মেলনে ট্রাম্প প্রশাসনকে আমন্ত্রণ

আস্তানায় শান্তি সম্মেলনে ট্রাম্প প্রশাসনকে আমন্ত্রণ

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়াবিষয়ক একটি শান্তি সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে (ট্রাম্প প্রশাসন) আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল মস্কোতে সাংবাদিকদের একথা জানিয়েছেন। অবশ্য এর আগের দিন বুধবারই ট্রাম্প প্রশাসনকে সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। আগামী ২৩ জানুয়ারি আস্তানায় সিরিয়াবিষয়ক আন্তর্জাতিক এ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাংবাদিকদের ল্যাভরভ বলেন, ‘যেমনটা আমি গতকাল বলেছিলাম, আমরা যুক্তরাষ্ট্রকে এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি।’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ ইরানের তীব্র বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানোর এ ঘোষণা এলো। ইরানের তাসনিম সংবাদ সংস্থা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের বরাত দিয়ে সম্প্রতি এক খবরে জানায়, ‘আস্তানায় আমরা যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরোধিতা করছি। আমরা তাদের আমন্ত্রণ জানাইনি এবং আমরা তাদের উপস্থিতির বিরুদ্ধে।’ আন্তর্জাতিক শান্তি সম্মেলনে ট্রাম্প প্রশাসন অংশ নেবে বলে আশা করছে রাশিয়া। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আমন্ত্রণ রাখবে বলে আমরা আশা করছি এবং সম্ভাব্য যে প কোনো পর্যায়ের বিশেষজ্ঞ প্রতিনিধি দিয়ে তারা এতে অংশ নেবে। এটাই হবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ যেখানে আমরা সিরিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে সামর্থ্য কীভাবে বাড়ানো যায় এ বিষয়ে হয়তো আমরা আলোচনার সুযোগ পাব।’ রাশিয়া টুডে।

সর্বশেষ খবর