শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থীর প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশের শিশু শিক্ষার্থী বহন করা বাসে ধাক্কা দিয়েছে ট্রাক। আর এতে কমপক্ষে ২৫ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৫০ শিক্ষার্থী যাদের মধ্যে ৩৬ জনের অবস্থা গুরুতর। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার বাসটিতে স্থানীয় জে এস বৈদ্য স্কুলের ৭০ জনের অধিক শিক্ষার্থী ছিল। গতকাল সকালের দিকে বাসটি যখন স্কুলের দিকে যাচ্ছিল তখন তা জেলার আলিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি জাভেদ আহমেদ জানান, ‘প্রচণ্ড ঠাণ্ডার কারণে জেলার সব স্কুলই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করেই এদিন স্কুলটি খোলা ছিল। দুর্ঘটনায় অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছে। এ ঘটনায় শোক জ্ঞাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি জানান,  ‘উত্তর প্রদেশের ইতাহ জেলায় ভয়াবহ দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। আমি ছোট ছোট শিশুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি —দীপক দেবনাথ, কলকাতা

সর্বশেষ খবর