শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইতালিতে তুষার ধসে চাপা পড়েছে হোটেল বহু প্রাণহানির শঙ্কা

ইতালির রাজধানী রোমের কাছে একটি এলাকায় পরপর কয়েকটি ভূমিকম্পের ফলে বড় ধরনের তুষার ধসের ঘটনা ঘটেছে। এর ফলে সেখানকার একটি হোটেল তুষারের নিচে চাপা পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পর্যন্ত মাত্র একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তুষার ধসের ঘটনাটি ঘটে আব্রুজ্জো এলাকায়, যা স্থানীয় পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্কি কেন্দ্র। সেখানে গ্রান সাসসো নামে একটি পর্বত রয়েছে যার পাদদেশেই তুষার ধসে চাপা পড়া রিগোপিয়ানো হোটেলটি অবস্থিত। তুষার ধসের ফলে হোটেলটির ভিতরে আনুমানিক ৩০ জন অতিথি ও স্টাফ আটকা পড়েছেন বলে দেশটির বেসামরিক জনসুরক্ষা দফতরের প্রধান জানিয়েছেন। হোটেলের অতিথি নিবন্ধন বই ও স্টাফদের ভিত্তিতে আটকা পড়াদের আনুমানিক এ সংখ্যা দেওয়া হয়েছে। তবে তুষার ধস আঘাত হানার আগেই সম্ভবত কয়েকজন হোটেলটি থেকে বের হতে পেরেছেন বলে ওই কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। উদ্ধারকাজ চালাতে সংশ্লিষ্টদের হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থানে নামানো হয়েছে। তবে ব্যাপক তুষারপাত ও তীব্র বাতাসে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। গত বুধবার ইতালির মধ্যাঞ্চলে ১০টির বেশি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়। সিএনএন

সর্বশেষ খবর