শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ ঘিরে রিপাবলিকান দলীয় সমর্থকদের মধ্যে চলছে চরম উত্তেজনা। শপথগ্রহণ অনুষ্ঠান উপভোগ করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন ৮ লাখের বেশি রিপাবলিকান সমর্থক। একই সঙ্গে ট্রাম্পবিরোধী প্রায় সাড়ে ৩ লাখ মানুষ রাজধানীতে উপস্থিত হয়েছেন। ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাব ভবনের বাইরে ট্রাম্পের শপথ গ্রহণ উপলক্ষে ‘ডিপ্লোরেবল’ ভেন্যুতে অনুষ্ঠান উদযাপন করছেন তার সমর্থকরা। উদযাপন ও ট্রাম্পবিরোধী বিক্ষোভের মাঝে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের প্রেস ক্লাব ভবনের বাইরে জড়ো হয়েছে কয়েকশ’ প্রতিবাদকারী। তারাও এসে জড়ো হয়েছেন ডিপ্লোরেবল ভেন্যুতে। নির্বাচনী প্রচারণা চলার সময় ট্রাম্প সমর্থকদের ‘বাস্কেট অব ডিপ্লোরেবলস’ বলে অভিহিত করেছিলেন হিলারি ক্লিনটন। এরপর থেকেই এ স্থানটিকে ডিপ্লোরেবল নামে অভিহিত করা হয়। এদিকে, মঙ্গলবার রাত থেকে ওয়াশিংটনের পেনসিলভানিয়া এভিনিউতে বিক্ষোভকারীদের গাড়ি আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্লাব এবং আশপাশের এলাকায় টহল দিচ্ছে দাঙ্গা পুলিশের দুটি দল। ডিপ্লোরেবল এলাকায় ট্রাম্পের পক্ষে জড়ো হয়েছে রিপাবরিকান সমর্থক উগ্র ডানপন্থিরা। তারা নািসদের মতো করে ট্রাম্পের প্রতি স্যালুট করছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানায়, ট্রাম্পবিরোধীদের প্রতিবাদ র‌্যালিতে পিপার স্প্রে করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। ট্রাম্পবিরোধীদের অনেকে রিপাবলিকান দলের প্রতীক হাতির প্রতিকৃতি বানিয়ে তাতে ‘রেসিজম’ (বর্ণবাদ) লিখে হাজির হয়েছেন। কেউ কেউ ‘ডাকাত প্রেসিডেন্টের অভিশংসন চাই’ লেখা ব্যানার নিয়ে জড়ো হয়েছে অনুষ্ঠানের বাইরে। ওই ঘটনায় ৩৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় ওয়াশিংটন পুলিশ। ট্রাম্পবিরোধী এই বিক্ষোভ কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বিক্ষোভকারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যেতে পারে। ওয়াশিংটনের মেয়র মুরেল বোজার জানিয়েছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে অন্য শহর থেকে অতিরিক্ত ৩ হাজার পুলিশ এবং ন্যাশনাল গার্ডের ৫ হাজার সদস্য আনা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা বজায় রাখার জন্য ২৮ হাজার নিরাপত্তাবাহিনী নিয়োজিত আছে।  এনবিসি, গার্ডিয়ান।

সর্বশেষ খবর