শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৩০০ কোটি ডলারের অস্ত্র কিনল ভারত

যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে রাশিয়া ও ইসরায়েলের কাছ থেকে ৩০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, দেশ দুটির কাছ থেকে কয়েক হাজার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বেশ কয়েকটি টি-৯০ ট্যাংকের ইঞ্জিন (এই ট্যাংক ভারতীয় বাহিনীর মূল যুদ্ধ ট্যাংক), ট্যাংকের নানা অংশ, বিপুল সংখ্যক মাল্টিব্যারেল রকেট লাঞ্চার, বোমা, গ্রেনেড লাঞ্চার এবং চালকবিহীন বিমান ড্রোন কিনেছে ভারত। তবে বিষয়টি স্পর্শকাতর বলে কোন অস্ত্র কী পরিমাণ কেনা হয়েছে তার বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি। অস্ত্র ক্রয় প্রক্রিয়ার পুরোটাই প্রচলিত পদ্ধতি এড়িয়ে গোপনে করা হয়েছে। এজন্য সশস্ত্রবাহিনীর পদস্থ কর্মকর্তাদের নিয়ে আলাদা দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করে দেওয়া হয়। তারাই আলোচনা, দরকষাকষি ও কেনার সিদ্ধান্ত নেয়। হাফিংটনের বিশেষ প্রতিবেদনে বলা হয়, অস্ত্র কেনার প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ধাপে ধাপে সে সব অস্ত্র আকাশপথে ভারতে নেওয়া হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরিভাবেই এ অস্ত্রগুলো কেনা হয়েছে। চলতি মাসের শুরুতে ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছিলেন, সম্মুখ যুদ্ধের জন্য ভারতের পর্যাপ্ত অস্ত্রশস্ত্রের ঘাটতি রয়েছে। তাছাড়া পাকিস্তান ও চীনের সঙ্গে ভারত ক্রমাগতভাবে সীমান্ত সংঘর্ষে লিপ্ত রয়েছে। এ অবস্থায় সশস্ত্র বাহিনীকে অস্ত্র কেনার জন্য আর্থিক ক্ষমতা দেয় দেশটির সরকার। হাফিংটন পোস্ট।

সর্বশেষ খবর