শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার জাপানের

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। গতকাল যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে তিনি এ অঙ্গীকার করেন। পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে আবে বলেন, ‘অতীত, বর্তমান এবং এখন থেকে আগামীতে জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রী হল আমাদের কূটনীতি ও নিরাপত্তা নীতির মূলভিত্তি।’ তিনি আরও বলেন, ‘আমি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর ও নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পরিকল্পনা করছি।’ নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এমন কিছু কথা বলেছিলেন যাতে জাপানসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ শঙ্কায় পড়ে যায়। এ প্রেক্ষাপটে গত নভেম্বরে প্রথম বিদেশি নেতা হিসেবে আবে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। গতকাল ভাষণদানকালে আবে বলেন, ‘চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করবে জাপান এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন।’ এএফপি।

সর্বশেষ খবর