শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

৮০ জঙ্গি নিহত

লিবিয়ায় আইএসের দুটি আস্তানায় বৃহস্পতিবার রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বি-২ বোমারু বিমানের এ হামলায় গোষ্ঠীটির ৮০ জনের অধিক সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির সির্তে শহরের ২৮ মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলা চালানো হয় বলে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য কয়েকদিন আগেই লিবিয়ায় আইএসের টার্গেটে হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন। সিএনএন।

এল চাপোকে হস্তান্তর

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজমানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকো সরকার তাকে হস্তান্তরের একথা জানায়। মেক্সিকোর সুইদাদ জুয়ারেজ থেকে একটি বিমানে করে তাকে নিউইয়র্কে আনা হয়। গুজমান হচ্ছেন মাদক পাচার ও চোরাকারবারির অভিযোগে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত আসামি। যুক্তরাষ্ট্রে বিচার প্রক্রিয়া শেষে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সিনালোয়া মাদক ব্যবসায়ী চক্রের এ নেতাকে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস রাজ্যের পক্ষ থেকেও  ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করার কথা ছিল। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর