শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শপথ নেওয়ার পরপরই বিলে স্বাক্ষর ট্রাম্পের

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছু সময় পরই একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিসের নিয়োগের পথ পরিষ্কার হলো। এখন শুধু কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের বাকি যা স্থানীয় সময় গতকাল দুপুরের পরই হয়ে যাওয়ার কথা। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর সাত বছর অতিবাহিত না হলে কেউ দেশটির প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন না। চলতি মাসের শুরুতে কংগ্রেসে পাস হওয়া বিলটি ট্রাম্প স্বাক্ষর করে আইনে পরিণত করায় ম্যাটিসের ক্ষেত্রে সে বাধ্যবাধকতা শিথিল হয়। হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি সন স্পাইস এক বিবৃতিতে একথা জানান। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিলে স্বাক্ষর করার সময় ট্রাম্পের প্রতি ক্যামেরার স্রোত নেমে আসে। সিএনএন

সর্বশেষ খবর