রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে তিন জঙ্গির প্রাণদণ্ড

দীপক দেবনাথ, কলকাতা

ভারতবিরোধী কার্যকলাপের দায়ে তিন জঙ্গিকে ফাঁসির আদেশ দিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহুকুমা আদালত। গতকাল মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মুজাফফর আহমদ নামে তিন জঙ্গিকে এ সাজা দেন আদালতের ফার্স্ট ট্র্যাক-১ কোর্টের হাকিম বিনয়কুমার পাঠক।

উল্লেখ্য, ভারতের জম্মু-কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের। সে উদ্দেশ্যে ২০০৭ সালের ৪ এপ্রিল অবৈধভাবে ভারতে প্রবেশের পরই বিএসএফের হাতে ধরা পড়েন তারা। এরপর বনগাঁ থানার হাতে তাদের তুলে দেওয়া হয়। পরে মামলার দায়িত্ব নেন পশ্চিমবঙ্গের সিআইডি গোয়েন্দারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সমীর দাস জানান, ‘আবদুল্লাহ ও ইউনুসের বাড়ি পাকিস্তানে। মুজাফফরের বাড়ি কাশ্মীরের অনন্তনাগে। কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনার উদ্দেশ্যেই আবদুল্লাহ ও ইউনুস করাচি থেকে ভিসা ও পাসপোর্ট নিয়ে বাংলাদেশের একটি হোটেলে ওঠেন।

সর্বশেষ খবর