রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কত পেনশন পাচ্ছেন ওবামা?

কত পেনশন পাচ্ছেন ওবামা?

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর শুক্রবার থেকেই স্থায়ীভাবে বেকার হয়ে গেলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি আর কোনো চাকরি বা ব্যবসাও করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পেনশন পাবেন তিনি। কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে কি রাতারাতি সাধারণ জীবনযাপন করতে পারবেন? তার সামাজিক অবস্থান কি সেটা সমর্থন করবে? যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পরবর্তী জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাত মাস পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সেবা দেওয়া হয়। ওবামাও সেই সুবিধা পাবেন। সাবেক কমান্ডার ইন চিফ হিসেবে তিনি সারা জীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা এবং ভ্রমণ, অফিস খরচ, যোগাযোগ খরচ ও স্বাস্থ্যসেবাসহ বেশ কিছু সুবিধা পাবেন। সামনের বছরগুলোতে ওবামা (৫৫) পেনশন হিসেবে পাবেন বার্ষিক দুই লাখ সাত হাজার ৮০০ ডলার। প্রেসিডেন্ট হিসেবে তিনি যে বেতন-ভাতা পেতেন এটা তার অর্ধেক। এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত কিছু খরচ। ২০১৫ সালে এই খরচ কিছুটা কম-বেশি হয়েছে। জিমি কার্টার পেয়েছেন দুই লাখ ডলার এবং জর্জ ডব্লিউ বুশ পেয়েছেন ৮ লাখ। অবশ্য কার্টার হেলথ ইন্স্যুরেন্স পাননি। কারণ পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য কেন্দ্র সরকারের হয়ে পাঁচ বছর কাজ করতে হয়। সাবেক প্রেসিডেন্টদের জন্য পেনশনের রীতি চালু হয় ১৯৫৮ সালে। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দায়িত্ব ছাড়ার পর এক সময় আর্থিক সংকটে পড়েছিলেন। তখন থেকেই এই রীতি চালু হয়। এখন প্রেসিডেন্ট যে পেনশন পান তা মন্ত্রিপরিষদ সচিবের বেতনের সমান। সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর