রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১৪ কোটি ডলারের প্রতারণা

অনলাইনে ভুয়া সার্টিফিকেট

বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন করার ভুয়া সার্টিফিকেট প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার হাজারো মানুষের কাছে ১৪ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার দায়ে শাহ খান ওরফে ওমর হামিদকে (৩০) গ্রেফতার করা হয়েছে। এই হামিদের প্রতারণা নেটওয়ার্কে পা দিয়ে বাংলাদেশের কয়েকজন রাজনীতিক ইতিমধ্যেই ডক্টরেট ডিগ্রির ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে।  নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি প্রিত ভ্যারারা গত সোমবার এ তথ্য জানিয়ে বলেন, ওয়েবসাইট এবং টেলিফোনে নিজেকে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে নির্দিষ্ট পরিমাণের অর্থ নেওয়া হয় উচ্চতর ডিগ্রির সার্টিফিকেট প্রদানের জন্য। পাকিস্তানের করাচিতে অবস্থিত ‘এক্সাক্ট’ নামক একটি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহকারী ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে অনলাইনে প্রচারণা চালানো হয় যে, সেটি উচ্চতর শিক্ষা গ্রহণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং এর সঙ্গে রয়েছে বিশ্বের খ্যাতনামা ভার্সিটির ডিপ্লোমা প্রদানের চুক্তি। এ ধরনের প্রচারণায় হাজার হাজার মানুষ যোগাযোগ করেন। এ সময় প্রায় সকলকেই জানানো হয় যে, নির্দিষ্ট ফি পেলে তারা ডিপ্লোমা সার্টিফিকেটও ইস্যুর অধিকার রাখেন। হার্ভার্ড, বার্কলে, কলম্বিয়া, কর্নেল, প্রিন্সটন, ইউপেন, এমআইটির মতো প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করা হয় সে সময়। মামলায় উল্লেখ করা হয়েছে, টিউশন ফি নেওয়ার পর অনলাইনেই কোর্স গ্রহণের বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়। এরপরই অতিরিক্ত অর্থ দাবি করা হয় কোর্স সম্পন্নের সার্টিফিকেট প্রদানের অঙ্গিকারে। এনআরবি নিউজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর