রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রেনে চড়েই বাড়ি ফিরলেন বাইডেন

‘জনগণের মানুষ’ খেতাবটি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পরও ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসি ছেড়ে গতকাল নিজের বাড়ি ডেলওয়ারে চলে গেছেন তিনি। আর এবারও সেই চিরাচরিত ট্রেনে চড়েই বাড়ি ফিরলেন তিনি।  সিনেটর থাকার সময় ডেলওয়ার থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসতেন নিয়মিত ট্রেন ব্যবহার করতেন তিনি। এজন্য ফেডারেল রিপাবলিক ট্রেনের নামই হয়ে যায় ‘অ্যামট্রাক জো’। এবারের যাত্রায় সাবেক এই ডেমোক্রেট সিনেটরের সঙ্গে ছিলেন স্ত্রী জিল এবং অঙ্গরাজ্যটির বর্তমান সিনেটর টম কার্পার। দীর্ঘ ৮ বছর ওবামার পাশে থেকে দায়িত্ব পালন করে গেছেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। শেষ সময়ে এসে ওবামাও সম্মান জানাতে ভুল করেননি তাকে। দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’। ওয়াশিংটন ডিসি ইউনিয়ন স্টেশনে ট্রেনে ওঠার সময় বাইডেন বলেন, ‘সেই পথেই আমি বাড়ি ফিরতে চাই, যে পথে এসেছিলাম।’ বেলা ১টায় অ্যামট্রাক অ্যাসিলিয়া এক্সপ্রেসে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পৌঁছেন দুই ঘণ্টা পরে।

তবে শিগগিরই আবার রাজধানীতে ফিরে আসবেন বাইডেন। সেখানে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী জিল। ভার্জিনিয়া কলেজে ইংরেজি পড়ান জিল।

সর্বশেষ খবর