রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

ভয়ঙ্কর ঘোড়া!

ভয়ঙ্কর ঘোড়া!

পোষা প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় প্রাণী ঘোড়া। দ্রুত দৌড়ানো ও শক্তির আধারও বলা হয় ঘোড়াকে। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রনেল ওয়েলটন বলছেন, ঘোড়া শান্ত কোনো প্রাণী নয়। মানুষের প্রাণহানির ক্ষেত্রে ঘোড়া কিন্তু সাপ-কুমির-হাঙ্গরের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর। তার দাবি, অস্ট্রেলিয়ায় সাপসহ সব বিষধর প্রাণীর চেয়ে ঘোড়ার হাতে বেশি মানুষ মারা গেছে। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঘোড়ার আক্রমণে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাঙ্গরের আক্রমণে ২৬ জন, কুমিরের আক্রমণে ১৯ জন মারা গেছে। অস্ট্রেলিয়ায় বিষধর প্রাণীদের নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে এই গবেষণা শুরু করেছিলেন ড. ওয়েলটন। তার মনোযোগ ছিল যেসব প্রাণী কামড় দেয় ও হুল ফোটায় তাদের কারণে মৃত্যু পরিসংখ্যান সংগ্রহ।

কিন্তু গবেষণায় উঠে এসেছে সব বিষধর প্রাণীর থেকেও মারণাত্মক ঘোড়া। এবিসি নিউজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর