সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কূটনীতিকদের অসন্তোষ

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক অনুষ্ঠানে যে বক্তৃতা দিয়েছেন তাতে হতাশা প্রকাশ করেছেন বিদেশি অনেক কূটনীতিক। আর এ বিষয়ে তারা কানাডায় একটি জরুরি বৈঠকও ডেকেছেন। তবে এখনো আশাবাদী অনেকেই। তাদের ধারণা, অভিষেক অনুষ্ঠানে অনেক কিছুই বলেননি ট্রাম্প। আর সেগুলোতে থাকবে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মতো সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার আশা। এ বিষয়ে আরবের একজন কূটনীতিক বলেন, ট্রাম্প বলতে চেয়েছেন, ‘প্রথমে আমেরিকা, বাকি সবাইকে চেপে ধর’। তার মনোভাব বিশ্ব ভালোভাবে নেয়নি এবং এটা যুক্তরাষ্ট্রের জন্যও ভালো নয়।’ একজন পশ্চিমা কূটনীতিকের মন্তব্য, যুক্তরাষ্ট্রের নতুন গতিবিধি হচ্ছে ‘আগে আমেরিকা, পরে সময় পেলে বিশ্ব নিয়ে ভেবে দেখব’। আরেকজন কূটনীতিক বলেন, ‘শুক্রবার ট্রাম্প যেসব কৌশলের কথা বলেছেন, তা বাস্তবায়ন করা হলে নতুন প্রশাসনের সঙ্গে যে কোনো দেশের কাজ করা কঠিন হবে।’ তবে বিভিন্ন দেশের কূটনীতিকদের অসন্তোষের মধ্যেও বেশ খুশি রাশিয়া। দেশটির একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই ফোনে কথা বলবেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর