সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শপথের আনন্দেও রাশিয়ার হাত!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়াকে কেন্দ্র করে ওয়াশিংটনে আতশবাজির যে উৎসব হয়েছিল তাতেও রাশিয়া হস্তক্ষেপ করেছে। এমনটাই প্রচারণা চলছে সামাজিক নেটওয়ার্কগুলোতে। আতশবাজির আলো দিয়ে ওয়াশিংটনের রাতের আকাশে যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত নাম ‘ইউএসএ’-এর পরিবর্তে লেখা হয়েছিল ‘ইউএসআর’। যেটি বোঝা যায় ওপর থেকে। এমন প্রচারণা সামাজিক গণমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ জন্য একটি হ্যাসট্যাগও চালু হয়েছে। বলা হয়েছে, ইউএসআর-এর পুরো অর্থ হলো ইউনাইটেড স্টেটস অব রাশিয়া। একটি পোস্টার টুইটারে বলা হয়েছে, ‘মার্কিনীদের জন্য ট্রাম্প তার পরিকল্পনা প্রকাশ করেছেন। স্বাগতম ইউএসআর।’ মনে হচ্ছে ট্রাম্পের শপথ নেওয়ার আগে কনসার্টে যে আতশবাজির উৎসব হয়েছে তা হ্যাক করেছে রাশিয়া। অনলাইন।

সর্বশেষ খবর