শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৯

কলকাতা প্রতিনিধি

ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। শনিবার রাতে জেলার কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, ওই ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। পথে কুনেরুর কাছে রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পূর্ব উপকূলবর্তী রেলের জনসংযোগ কর্মকর্তা পি মিশ্র জানান ‘কুনেরু রেল স্টেশনের কাছে জগদালপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেনটির ৯টি কামরা লাইনচ্যুত হয়েছে। ভিজিয়ানাগরাম ও রায়গাডা জেলা প্রশাসনের তরফে উদ্ধারকার্য তদারকি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মিশ্র আরও জানান দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন পরিসেবা ব্যাহত হয়েছে। তিনটি ট্রেনকে বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রায়গাডা জেলার ডেপুটি কালেক্টর মুরলীধর সোয়েন জানান ‘দুর্ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। এখনো অনেকেই ট্রেনটির নিচে আটকে পড়ে থাকতে পারে। হতাহতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে ১৫টি বাস, ১০টি অ্যাম্বুলেন্সকে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় পার্বতীপুরম সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু যাত্রীদের বিশাখাপত্তনমের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সর্বশেষ খবর