শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হিটলারের মতো কারও কাছে ক্ষমতা দেওয়া উচিত হবে না : পোপ

হিটলারের মতো কারও কাছে ক্ষমতা দেওয়া উচিত হবে না : পোপ

হিটলারের মতো কারও কাছে ক্ষমতা দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর স্প্যানিশ একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমি এখনই ট্রাম্প নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এখনো তাকে যাচাই করার মতো সময় আসেনি। তবে জনসংখ্যা সমস্যা নিয়ে বেশ দুশ্চিন্তা প্রকাশ করেন পোপ। তিনি বলেন, ১৯৩০ সালের কথা মাথায় রাখা উচিত সবার। ওই সময় জার্মানিতে জনসংখ্যা বেড়ে গিয়েছিল। আর তা থেকে সৃষ্টি হয়েছিল অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। সে সময় হাহাকার শোনা যাচ্ছিল। কে এই জাতিকে রক্ষা করবে? এই প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ। তখন হিটলার মঞ্চে এসে উঠেছিল এবং বলেছিল, আমি রক্ষা করব তোমাদের। জার্মানরা তখন একতরফাভাবে তাকেই বেছে নিয়েছিল। এরপর বাকি ইতিহাস আমরা সবাই জানি। তিনি বলেন, আমাদের উচিত হবে না তেমন কোনো রাজনৈতিক অস্থির পরিবেশ সৃষ্টি করা, যার ফলে হিটলারের মতো কেউ মঞ্চে উঠতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে জানতে চাওয়া হলে পোপ বলেন, আমি সময় হওয়ার আগে কোনো মানুষের বিষয়ে কিছু বলা পছন্দ করি না। বিবিসি।

সর্বশেষ খবর