মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ট্রাম্পের

সংবাদমাধ্যমের সঙ্গে ‘সর্বশক্তি’ দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গণমাধ্যমের ‘অন্যায্য আক্রমণের’ বিরুদ্ধে এ লড়াই বলে রবিবার জানায় সংশ্লিষ্টরা। প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের একদিন পরই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি গণমাধ্যমের সঙ্গে ‘লড়াই করছেন’। নিজের অভিষেক অনুষ্ঠানে জনতার উপস্থিতিকে সাংবাদিকরা ‘খাটো’ করে দেখিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প ও তার হোয়াইট হাউস কর্মকর্তাদের মনোভাব হোয়াইট হাউস ও সাংবাদিকদের মধ্যকার ঐতিহ্যগত দাম্ভিক সম্পর্ককে আরও কঠোর করে তুলছে। গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভের বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সদরদফতর পরিদর্শনকালেও স্পষ্ট হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর