মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নেতাজি সম্পর্কিত ফাইল ওয়েবসাইটে প্রকাশের ঘোষণা মোদির

কলকাতা প্রতিনিধি

নেতাজি সম্পর্কিত ফাইল ওয়েবসাইটে প্রকাশের ঘোষণা মোদির

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সুভাষ চন্দ্র বসুর ১২০তম জন্মদিনে গতকাল তাকে শ্রদ্ধা জানিয়ে নেতাজির সব ফাইল ওয়েবসাইটে প্রকাশের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিট্রিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে নেতাজির অবদানের কথাও তুলে ধরেন মোদি। একাধিক টুইটে মোদি জানান ‘সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আমি তাকে স্যালুট জানাই। বিট্রিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার্য। নেতাজি ছিলেন একজন মহান বিদ্বজন ব্যক্তি যে ভারতের সমাজ এবং সাধারণ মানুষের উন্নয়ন ও স্বার্থের কথা ভাবতেন। ‘এবার থেকে ওয়েবসাইটেই (ডব্লিউডব্লিউডব্লিউ. নেতাজিপেপারস.জিওভি.ইন) নেতাজি সম্পর্কিত সব ফাইল পাওয়া যাবে। নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনা এবং গত কয়েক দশকের যে দাবি তা মেটাতে এই সরকার সক্ষম হওয়ায় আমি গর্বিত’। গত একবছরে সাধারণ মানুষের দাবি মেনে নেতাজি সম্পর্কিত একের পর এক ফাইল প্রকাশ করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার সেই ফাইলকে মানুষের নাগালের মধ্যে আনতে ওয়েবসাইটে আনার কথা ঘোষণা করল তারা। নেতাজির জন্মদিন উপলক্ষে ভারত জুড়েই একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ে একটি অনুষ্ঠান থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য ১৮৯৭ সালের এ দিনে ভারতের উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন নেতাজি। ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইপেতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। যদিও তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

সর্বশেষ খবর