মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আস্তানায় আন্তর্জাতিক শান্তি আলোচনা শুরু

সিরিয়া সংকট

সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে শান্তি চুক্তিতে পৌঁছাতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় গতকাল থেকে একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। রাশিয়া ও ইরানের মধ্যস্থতায় নতুন করে দুই দিনের এ শান্তি আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনের প্রতি সমর্থন জানিয়েছে সিরীয় সরকার ও বিদ্রোহীদের সমর্থন দানকারী তুরস্ক। তবে আন্তর্জাতিক এ আলোচনা থেকে কোনো যুগান্তকারী ফল আসবে এমন আশা করছেন না আয়োজকরা। অপরদিকে বিদ্রোহীরা জানিয়েছে, তারা সিরীয় সরকারের সঙ্গে সরাসরি কোনো আলাপ-আলোচনা করবে না। আলোচনায় জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত স্তাফান দ্য মিসতুরা উপস্থিত থাকছেন। কাজাখস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দেশের প্রতিনিধি হিসেবে আলোচনায় উপস্থিত থাকবেন। সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে ২০১৬ সালের প্রথম দিকে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। জাতিসংঘ ওই আলোচনায় মধ্যস্থতা করেছিল। বিবিসি।

সর্বশেষ খবর