মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘ ত্যাগ করছে যুক্তরাষ্ট্র!

জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল উত্থাপিত হয়েছে। অনেকটা গোপনেই ৩ জানুয়ারি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করেন রিপাবলিকান প্রতিনিধি মাইক রজারস। ‘আমেরিকান সার্বভৌমত্ব পুনরুদ্ধার আইন ২০১৭’ শিরোনামে এই বিলটিতে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গভাবে সদস্যপদ প্রত্যাহার, নিউইয়র্ক থেকে এটির সদরদফতর সরিয়ে নেওয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’তে দেশটির সব ধরনের অংশগ্রহণ ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর