বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্রেক্সিটে ভয়াবহ পরাজয় তেরেসা মের

ব্রেক্সিটে ভয়াবহ পরাজয় তেরেসা মের

ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নির্ধারণে ব্রিটিশ সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল এ সংক্রান্ত এক আদেশ দিয়েছে।  এর ফলে এমপিদের অনুমোদন ছাড়া ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারবেন না প্রধানমন্ত্রী তেরেসা মে। এদিকে আদেশের পরপরই ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে শিগগিরই পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে নাখোশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রতিক্রিয়ায় বলা হয়, ‘সরকার এরপরও ব্রেক্সিট নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথেই এগোবে। পরিকল্পনামাফিক মার্চের শেষ নাগাদই আর্টিকেল-৫০ সক্রিয় করা হবে।’ প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাবলে লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি সক্রিয় করে দু’বছরের মধ্যে ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারেন— এমন যুক্তিও আদালত খারিজ করে দেয়। লিসবন চুক্তির ধারা ৫০ এ বলা আছে,  ইইউ’র যেকোনো সদস্যরাষ্ট্র তার সংবিধানের প্রয়োজনীয় শর্তাদি মেনে জোটটি ত্যাগ করতে পারবে। এজন্য সংশ্লিষ্ট দেশকে জোট ত্যাগের ইচ্ছার কথা ইউরোপীয় কাউন্সিলকে জানাতে হবে। কাউন্সিলের নির্দেশনায় ইইউ সংশ্লিষ্ট দেশের সঙ্গে এ বিষয়ে সমঝোতা করে একটি চুক্তিতে পৌঁছাবে। এর ফলে আনুষ্ঠানিকভাবে জোটটি ত্যাগ করতে পারবে সংশ্লিষ্ট দেশ। গণভোটে বেক্সিটের পক্ষে রায় সত্ত্বেও সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের হস্তক্ষেপের কারণে ব্রিটিশ সরকার ধারা ৫০’র আলোকে ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু করতে পারছে না। বিবিসি।

সর্বশেষ খবর