বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফিলিস্তিন দখলের তোড়জোড় ইসরায়েলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে না নিতেই গোটা ফিলিস্তিন দখলের তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার দখলকৃত পশ্চিমতীরে নতুন করে ২ হাজার ৫০০ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সরকার। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল বড় পরিসরে এই বসতি স্থাপনের ঘোষণা দিল। এর আগে রবিবার দখলকৃত পূর্ব জেরুজালেমে ৫৬৬টি বসতির নির্মাণ কাজ শুরুর অনুমোদন দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান এক বিবৃতিতে বলেন, ‘বসতি চাহিদা মেটাতে আমি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অনুমোদন দিয়েছি।’ তার ওই ঘোষণার পর টুইটে নেতানিয়াহু বলেন, ‘আমরা বসতি স্থাপন করব এবং বসতিস্থাপন অব্যাহত রাখব।’ আলজাজিরা, বিবিসি।

সর্বশেষ খবর