শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পকে কানাকড়িও দেবে না মেক্সিকো

প্রেসিডেন্ট নিয়েতোর ঘোষণা

সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পকে কানাকড়িও দেবে না মেক্সিকো

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি। তবে এ দেয়াল নির্মাণে কোনো অর্থ দেওয়া হবে না বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। মেক্সিকানদের যুক্তরাষ্ট্রে আসা ঠেকাতেই দেয়াল নির্মাণ করতে চান ট্রাম্প। এটি তৈরির খরচও মেক্সিকোকে দিতে হবে বলে দাবি জানিয়ে আসছেন তিনি। সীমান্তে দেয়াল নির্মাণের লক্ষ্যে ট্রাম্পের নির্বাহী আদেশের নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক বলেন, ‘দেয়াল নির্মাণে বিশ্বাস করে না মেক্সিকো।  আমি একথা কয়েকবার বলেছি। কোনো ধরনের দেয়াল নির্মাণের খরচ দেবে না দেশটি।’ ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের দেশটি থেকে দ্রুত বিতাড়িত করার কথাও জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত মেক্সিকোর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির (মেক্সিকো) সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশও দিয়েছেন এনরিক। দেয়াল নির্মাণ ইস্যুতে উভয় দেশের জন্যই মঙ্গলজনক হয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।  মেক্সিকো সীমান্তে ট্রাম্প দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করলেও এর খরচ জোগাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন নিতে হবে তাকে। এতে কমপক্ষে আট বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, দেয়াল নির্মাণের ঘোষণায় মেক্সিকোতে  কড়া সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। মেক্সিকানরা একে ট্রাম্পের বর্ণবৈষম্যবাদ আচরণ বলে আখ্যা দিয়েছে। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর