শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে তুষারধসে ১১ সেনাসহ নিহত ১৫

কলকাতা প্রতিনিধি

ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের গুরেজ উপত্যকায় দুটি তুষারধসে কমপক্ষে ১১ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া স্থানীয় চার বেসামরিক ব্যক্তিও প্রাণ হারান। গত দুদিনের এ তুষারধসে গতকাল পর্যন্ত এক অফিসারসহ সাত সেনা সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত সেনা সদস্যদের লাশও ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত এক সেনা মুখপাত্র গতকাল এসব তথ্য দিয়েছেন। শ্রীনগরের বান্দিপুরার এক সেনাক্যাম্প ও এক সেনা ফাঁড়িতে পৃথক দুটি তুষার ধসের ঘটনা ঘটে। এর ফলে কয়েকজন সেনাসদস্য নিখোঁজ হন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল নিশ্চিত করে দেশটির সেনাবাহিনী। তবে এখনো ঠিক কতজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন তা জানায়নি কর্তৃপক্ষ।  গুরেজ উপত্যকাটি শ্রীনগর থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই সেখানে উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষার পাতের মধ্যেও তা অব্যাহত রয়েছে। তবে ঠিক কোথায় তুষারধসের এ ঘটনা ঘটে তা জানাননি ওই মুখপাত্র।

সর্বশেষ খবর