শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হিলারির পর ক্যারলিন কেনেডি?

হিলারির পর ক্যারলিন কেনেডি?

জাপানে রাষ্ট্রদূত হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে নিউইয়র্কে ফিরছেন ক্যারলিন কেনেডি (৫৯)। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রেসিডেন্টদের অন্যতম জন এফ কেনেডির কন্যা ক্যারলিনের জনপ্রিয়তাও অনেক। নীরব ডেমোক্র্যাট হিসেবে অনেকের পছন্দের আসনে রয়েছেন। আর সে কারণেই প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে জাপানে প্রেরণ করেছিলেন। ১৯৬৩ সালের ২২ নভেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। সে সময় তার বয়স ছিল ৬ বছর। কেনেডি পরিবারের একমাত্র ঘনিষ্ঠজন হিসেবে ক্যারলিনের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অনেকেই আশাপোষণ করছেন যে, তিনিই হবেন হিলারির পথ প্রদর্শক। হিলারি যে ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হননি, সেটি ক্যারলিন করতে পারেন। বিল ক্লিনটনের বদনামের দায় ছিল হিলারির ওপর, ক্যারলিনের তেমন কোনো দায় বহন করতে হবে না ভোট যুদ্ধে। তবে, কূটনীতিক এবং লেখিকা ক্যারলিন কীভাবে তার এ পথ চলা শুরু করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ ভাবছেন যে তিনি নিউইয়র্ক থেকে ইউএস সিনেটে লড়তে পারেন। সে ক্ষেত্রে জিলিব্র্যান্ডের আসনটি নিতে পারেন তিনি। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর