সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মার্কিনিদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

মার্কিনিদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির পাল্টা জবাব দিয়েছে ইরান। দেশটিসহ সাত মুসলিম দেশ  থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদেরও ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। এর আগে শুক্রবার এক আদেশে ওই মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে ৪ মাসের নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা বন্ধ করা হয়। এর প্রেক্ষিতে ট্রাম্পের সমালোচনা করে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বিভিন্ন জাতির মধ্যে দেয়াল তৈরির সময় এখন নয়। বহু বছর আগেই বার্লিন দেয়াল ভেঙে পড়েছে। এমনকি বিভিন্ন জাতির মধ্যে যদি কোনো দেয়াল থেকে থাকে, তাহলে তা অপসারণ করা উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সিদ্ধান্তকে মুসলিম দেশগুলোর প্রতি চূড়ান্ত অপমানজনক বলে জানিয়েছেন। দ্য ইন্ডিপেনডেন্ট।

সর্বশেষ খবর