সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মোদিকে টক্কর দিতে ময়দানে অখিলেশ-রাহুল

দীপক দেবনাথ, কলকাতা

প্রতিপক্ষকে কঠিন লড়াই দিতে এবার হাতে হাত মিলিয়ে ময়দানে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভার নির্বাচনে এই দুই দল জোট গঠন করার পর গতকাল যৌথ সংবাদ সম্মেলনটাও সেরে ফেললেন তরুণ প্রজন্মের এই দুই নেতা। দুই জনই জানিয়ে দিলেন বিরোধী দল বিজেপি’র ক্রোধ ও বিভেদের রাজনীতিকে পরাস্ত করাই তাদের একমাত্র লক্ষ্য। সেই সঙ্গে এও জানিয়ে দিলেন তারা শুধু রাজনৈতিক জোট সঙ্গীই নন, তারা দুজনেই ভালো বন্ধু এবং দুই দলই একে অপরের মতাদর্শকে গ্রহণ করে। কংগ্রেস সহসভাপতি জানান ‘এটা একটা ঐতিহাসিক জোট...আমাদের লক্ষ্যই হল বিজেপি, আরএসএস’এর মতো শক্তিকে পরাজিত করা এবং সেই লক্ষ্যে আমাদের সব নেতারাই একসঙ্গে কাজ করছে।

অন্যদিকে অখিলেশ যাদব জানান রাহুলের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারায় আমি খুব খুশি। গত লোকসভা ভোটেও আমরা একসঙ্গে লড়াই করেছিলাম। আমাদের আশা এবারের নির্বাচনেও ৪০৩ টি আসনের মধ্যে তিন শতাধিক আসনে আমরা জিতব। উল্লেখ্য আগামী ১১ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট হচ্ছে উত্তরপ্রদেশে (৪০৩ আসন)-এ। মোট সাত দফায় চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া, শেষ হবে আগামী ৮ মার্চ। গণনা ১১ মার্চ।

সর্বশেষ খবর