সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজীব হত্যার পাঁচ বছর আগে সতর্ক করেছিল সিআইএ

রাজীব হত্যার পাঁচ বছর আগে সতর্ক করেছিল সিআইএ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার পাঁচ বছর আগেই এ বিষয়ে একটি ‘বিস্তারিত প্রতিবেদন’ তৈরি করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। রাজীব গান্ধী খুন হলে বা রাজনীতি থেকে তিনি আচমকা সরে গেলে তার প্রভাব কী হতে পারে এর উপর আলোকপাত করেই প্রতিবেদনটি করা হয়েছিল। ‘ইন্ডিয়া আফটার রাজীব...’ শিরোনামে ২৩ পৃষ্ঠার এ প্রতিবেদনটি ১৯৮৬ সালের মার্চে তৈরি করা হয়েছিল। ‘ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট’র আওতায় সিআইএ সম্প্রতি এটিকে কাটছাঁট করে প্রকাশ করে। ১৯৯১ সালের ২১ মে তামিল নাড়ু রাজ্যের শ্রীপেরুমবুদুরে আততায়ীর হাতে প্রাণ হারান রাজীব গান্ধী। পিটিআই

সর্বশেষ খবর