সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এনএলডির আইনি পরামর্শক গুলিতে নিহত

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে আন্তর্জাতিক বিমানবন্দরে কার পার্কিংয়ে আততায়ীর গুলিতে খুন হয়েছেন ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক ও শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবী কো নি। গতকাল বিকালে ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফেরার পর তিনি খুন হলেন। মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র জ তের বরাত দিয়ে দেশটির ইরাবতী পত্রিকা এ খবর জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে মিয়ানমারের দৈনিক মিয়ানমার টাইমস জানিয়েছে, কো নির সন্দেহভাজন আততায়ী ৫৩ বছর বয়সী কাই লিনকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। কো নির মাথায় নাইন এমএম পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার সময় কাই লিনকে আটকের চেষ্টা করেন বিমানবন্দরের পার্কিংয়ে থাকা এক ট্যাক্সি চালক। তাকেও গুলি করে আহত করেন কাই লিন। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ের ইয়াংঘি লি টুইটে কো নির হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি  দেশটির সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত মুসলিম আইনজীবী হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

সর্বশেষ খবর