মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের ‘নিষিদ্ধ’ তালিকায় থাকছে পাকিস্তান

স্বাগত জানালেন ইমরান খান

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার এক সপ্তাহের মাথায় মুসলিম-অধ্যুষিত সাতটি দেশের শরণার্থী এবং অভিবাসীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধে নির্দেশিকা জারি করে। সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের মতো সাতটি মুসলিম দেশের নাগরিকদের আগামী ৯০ দিন আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি ওই নির্দেশে বলা হয়, সিরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অনির্দিষ্টকাল। এবার সেই তালিকায় পাকিস্তানের নামও ঢুকতে চলেছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস জানান, ‘নিজেদের দেশে ভয়াবহ সন্ত্রাস তৈরির জন্য ওই সাতটি দেশকে আগেই কংগ্রেস এবং ওবামা প্রশাসন চিহ্নিত করেছে। একই সমস্যা পাকিস্তানের মতো কিছু দেশেও রয়েছে। আমাদের এই তালিকা নিয়ে আরও এগোতে হবে।’ বিষয়টি আঁচও করতে পারছে পাকিস্তান। এ অবস্থায় রবিবার পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির  চেয়ারম্যান ও এক সময়ের তারকা ক্রিকেটার ইমরান খান মন্তব্য করেছেন, সাতটি দেশের মতো পাকিস্তানিদের উপরেও নিষেধাজ্ঞা জারি করুক আমেরিকা। এর ফলে আখেরে পাকিস্তানেরই উন্নতি হবে। লাহোরের কাছে শাহিওয়ালের এক জনসভায় ইমরান বলেন, ‘শুনতে পাচ্ছি, আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে পাকিস্তানিদের ওপর ভিসা সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা জারি হতে পারে। প্রার্থনা করি, পাকিস্তানিদের ভিসার ওপরেও নিষেধাজ্ঞা জারি করুক ট্রাম্প। আমার বিশ্বাস, আমাদের নিজেদের দেশকে উন্নত করতে এটা সাহায্য করবে।’ ‘ইরানের মতো আমাদেরও ওকে (ট্রাম্প) জবাব দিতে হবে’ বলেও জানান ইমরান। বিবিসি।

সর্বশেষ খবর