মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে বিভ্রান্তি

সাতটি মুসলিম দেশের যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী নাগরিকরা দেশটির ভ্রমণ নিষেধাজ্ঞার আওতামুক্ত কিনা এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসের সাংঘর্ষিক বক্তব্যের পরিপ্র্রেক্ষিতে এ বিভ্রান্তি তৈরি হয়। রবিবার এক সংবাদ সম্মেলনে প্রিবাস বলেন, ‘জাতীয় স্বার্থ বিঘ্নিত হলেও গ্রিনকার্ডধারীরা এই নির্বাহী আদেশের আওতামুক্ত থাকবেন।’ তবে পরে স্থানীয় গণমাধ্যম এনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিজেই সাংঘর্ষিক বক্তব্য দেন। সাক্ষাৎকারের প্রথম দিকে তিনি জানান, সাতটি মুসলিম দেশের মার্কিন গ্রিনকার্ডধারীরা নির্বাহী আদেশের ফলে আক্রান্ত হবেন না। পরক্ষণেই তিনি বলেন, অবশ্যই গ্রিনকার্ডধারীরাও এর ফলে আক্রান্ত হবেন। সিএনএন।

সর্বশেষ খবর