বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘ট্রাম্প বিশ্ব বাণিজ্য ও ইউরোপের জন্য হুমকি’

‘ট্রাম্প বিশ্ব বাণিজ্য ও ইউরোপের জন্য হুমকি’

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে ইউরোপের জন্য একটি বাহ্যিক হুমকি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। রাশিয়া, চীন এবং গোড়া ইসলামের জন্যও ট্রাম্পের যুক্তরাষ্ট্র হুমকি বলে জানান তিনি। আর ট্রাম্পের প্রশাসনকে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী মাইকেল সাপিন। ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অর্থনীতিবিদদের এক সমাবেশে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের অংশীদাররা দৃশ্যত একতরফা রক্ষণাত্মক সিদ্ধান্ত নিচ্ছেন। এতে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তার নীতিতে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান মারাত্মক ঝুঁকিতে পড়বে আর ফ্রান্স শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখবে তা হবে না।’ এদিকে ডোনাল্ড টাস্ক এস্তোনিয়ার রাজধানী তালিনে তিনটি বাল্টিক দেশের নেতাদের সঙ্গে গতকাল বৈঠক করেন। তখনই তিনি ট্রাম্পের যুক্তরাষ্ট্র সম্পর্ক ওইসব মন্তব্য করেন। টাস্ক বলেন, ইউরোপের বিভাজন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের লক্ষণীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

দ্য ইন্ডিপেনডেন্ট, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর