বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন না মুন

প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন না মুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল দেশটির পার্লামেন্টে কনজারভেটিভ দলের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বান কি মুনের প্রার্থী না হওয়ার আকস্মিক এ ঘোষণা উদারপন্থী মুন জায়েইনের জন্য একটা বোনাস। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসন করানোর পর থেকেই বিভিন্ন জনমত জরিপে মুন জায়ে   এগিয়ে আছেন। অভিশংসনের শিকার দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন হিউর উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে বানকে শক্তিশালী রক্ষণশীল প্রার্থী হিসেবে দেখা হতো। কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন তিনি। দেশটিতে বিরাজমান রাজনৈতিক সংকটের সমাধান ও ঐক্য আনার লক্ষ্যে জাতিসংঘের মহাসচিব হিসেবে ১০ বছরের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বলে তখন জানিয়েছিলেন তিনি। তবে নির্বাচনে প্রার্থী হচ্ছেন এমন খবর বের হওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিবিদরা তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলোও তার রাজনৈতিক সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ভুয়া খবর প্রকাশ করে ও দুর্নীতির অভিযোগ আনে। গণমাধ্যম ও রাজনীতিবিদদের এসব আচরণে তার প্রকৃত দেশপ্রেম ও রাজনৈতিক সংস্কার আনার লক্ষ্যে গৃহীত উদ্যোগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান বান কি মুন। এপি

সর্বশেষ খবর