বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্কটল্যান্ডের আলটিমেটাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে ব্রেক্সিট নিয়ে সমঝোতা শেষ করতে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। এই সময়ের মধ্যে সমঝোতায় না পৌঁছলে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তিনি দ্বিতীয় গণভোট দেওয়ার হুমকি দিয়েছেন। তেরেসা মে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রেক্সিট বিষয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির ফার্স্ট মিনিস্টার নিকোলার সঙ্গে বৈঠক হয়। কিন্তু ক্ষমতা নেওয়ার এতদিন পরও তাতে কোনো অগ্রগতি তেমন না হওয়ায় এই আলটিমেটাম দিলেন নিকোলা। তিনি বলেছেন, তিনি তেরেসা মের সঙ্গে সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডের জন্য একক বাজার সুবিধাসহ যেসব প্রস্তাব দিয়েছিলেন তা গুরুত্বের সঙ্গে  নেওয়া হয়নি বলেই তিনি প্রমাণ পাচ্ছেন। তাই তিনি বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করার আগেই এক ধরনের আন্দোলন শুরু হয়ে  যেতে পারে। সেটা হতে পারে মার্চের শেষ নাগাদ। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সর্বশেষ খবর