বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করল ইরান

মাঝারি পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা নিশ্চিত করেছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘানের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম গতকাল এ কথা জানায়। তবে এ পরীক্ষার ক্ষেত্রে দেশটি তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কিত পশ্চিমাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেনি বলে দেহঘান জানান।

তিনি বলেন, ‘আমাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী এ পরীক্ষা চালানো হয় এবং প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেব না আমরা।’ সম্প্রতি এক মার্কিন কর্মকর্তা  জানিয়েছেন, ইরান গত রবিবার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে এ পরীক্ষা ব্যর্থ হয় কারণ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ১০ কিলোমিটার যাওয়ার পরই বিস্ফোরিত হয়। আলজাজিরা

সর্বশেষ খবর