শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতের প্রতিরক্ষা বাজেট ১০ শতাংশ বৃদ্ধি

কলকাতা প্রতিনিধি

ভারত তার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ দশ শতাংশের বেশি বাড়িয়েছে। এর ফলে এবার এ খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭৪ লাখ কোটি রুপি। চলতি ২০১৬-১৭ অর্থ বছরে যা ছিল ২.৪৯ লাখ কোটি রুপি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ২১.৪৭ লাখ কোটি রুপির বাজেট পেশ করেন। এতে প্রতিরক্ষা খাতে বরাদ্দের শতকরা পরিমাণ দাঁড়ায় ১২.৭৮ ভাগ।  তবে পেনশন ভাতা বাদে প্রতিরক্ষা খাতে বরাদ্দের এ পরিমাণ বৃদ্ধি শতকরা ৫.৮ ভাগ । গত দুটি অর্থ বছরে ভারত তার প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ দশ শতাংশের বেশি বাড়িয়েছে।

সর্বশেষ খবর