Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫৪
আইএস জল্লাদ নিহত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নৃশংস জল্লাদ ইরাকে নিহত হয়েছেন। নিউইয়র্ক পোস্ট এই তথ্য জানিয়েছে। আইএসের নিহত জল্লাদের নাম আবু সায়েফ। রবিবার ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে নিহত হন তিনি। একদল অজ্ঞাত বন্দুকধারী সায়েফের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়। তারা নির্বিচারে গুলি ছোড়ে। হামলার পর বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যায়। গুলিতে এক সহচরসহ সায়েফ নিহত হন। স্থানীয় মিডিয়া অ্যাকটিভিস্ট আবদুল্লাহ আল-মাল্লাহর ভাষ্য, মসুল শহরের কাছে সায়েফের লাশ পাওয়া যায়।

up-arrow