বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অ্যামনেস্টির অভিযোগ

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে হত্যাকাণ্ড পরিকল্পিত

ফিলিপাইনে বিতর্কিত মাদকবিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর জন্য দেশটির পুলিশ বাহিনীকে দায়ী করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গণমাধ্যম জানায়, পুলিশ বাহিনীর এসব হত্যাকাণ্ড ‘পদ্ধতিগতভাবে পরিকল্পিত’ বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। এই হত্যাকাণ্ডগুলো ‘মানবতাবিরোধী অপরাধ’ হতে পারে বলে এক প্রতিবেদনে বলেছে সংস্থাটি। জুলাইয়ে দেশটির  প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে মাদক বাণিজ্যের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মাত্র ৬ মাসে এত মানুষ নিহত হলেও দুতার্তে সবসময় অভিযানের পক্ষে কথা বলেছেন। অভিযানে যারা নিহত হয়েছেন তারা গ্রেফতার ঠেকানোর চেষ্টা করতে গিয়েই হত্যার শিকার হয়েছেন বলে দাবি করে আসছে দেশটির পুলিশ। স্বাধীন তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে  তৈরি করা প্রতিবেদনে এসব দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে অ্যামনেস্টি। সংস্থাটি বলছে, ইচ্ছাকৃতভাবে কথিত মাদক অপরাধীদের হত্যাকাণ্ড গভীর উদ্বেগের বিষয়। এগুলোকে পদ্ধতিগত, পরিকল্পিত এবং কর্তৃপক্ষের মাধ্যমে সংঘটিত বলে প্রতিভাত হয়েছে। পুলিশ কর্মকর্তারা নিয়মিতভাবে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে নিরস্ত্র সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও বিক্রেতাদের ঠাণ্ডা মাথায় হত্যা করেছে। অ্যামনেস্টির এই প্রতিবেদনের বিষয়ে ফিলিপাইন সরকারের কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি।

সর্বশেষ খবর