শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুসলিম শিশুরাও যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি: হোয়াইট হাউস

মুসলিম শিশুরাও আমেরিকার নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার। তিনি বলেন, যে কোনো বয়সের মুসলমানই মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি। ইরানি বংশোদ্ভূত পাঁচ বছর বয়সী এক শিশুকে ওয়াশিংটনের ডুলেস বিমানবন্দরে আটক করে দেশটির পুলিশ। এরপর সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র সিন স্পাইসার শিশুটিকে আটকের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে মুসলিম শিশুরাও হুমকি। এছাড়া, এক বছরের একটি ইরাকি শিশুকে তার চিকিৎসার জন্য আমেরিকায় ঢুকতে দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।  এসব বক্তব্য ও ঘটনার পর মার্কিন নতুন প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। একটি শরণার্থী শিবিরে ইরাকি শিশুটি মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। আর ইরানি শিশুটি অন্য একটি পরিবারের সঙ্গে ওয়াশিংটন ফিরছিল কিন্তু তাকে বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে এবং কয়েক ঘণ্টা পর মুক্তি দেয়। এ ঘটনার পর শিশুটির মাকে উদ্বিগ্ন অবস্থায় বিমানবন্দরে কান্নাকাটি করতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এক নির্বাহী আদেশে সাতটি মুসলিম দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অনলাইন

সর্বশেষ খবর