শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে রাশিয়ার ওপর জারি করা সদ্য বিদায়ী ওবামা প্রশাসনের কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সাইবার সিকিউরিটি বিষয়ক কয়েকটি লেনদেনের অনুমতি দেয়। যদিও ট্রাম্প প্রশাসন এটাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হিসেবে মানতে রাজি নয়। হোয়াইট হাউসের দাবি, এ পরিবর্তন জটিল নীতির রুটিন ওয়ার্ক।

বিদায়ী প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছিল। ওবামা নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। হোয়াইট হাউসের মুখপাত্র শ্যন স্পাইসার জানিয়েছেন, এর ফলে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কোনো পরিবর্তন ঘটছে না। তিনি এটাকে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করেন। ইউএসএ টুডে।

সর্বশেষ খবর