শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুসলিম-বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিউইয়র্কে ধর্মঘট

মুসলিম-বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিউইয়র্কে ধর্মঘট

ইরান, ইরাক, সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ করার প্রতিবাদে গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে ইয়েমেনি অভিবাসীরা ধর্মঘট পালন করেছে। এদিন দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ইয়েমেনি—আমেরিকান মালিকানাধীন হাজারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কোনো কোনো পোস্টারে প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলমানদের বিরুদ্ধে আরোপিত বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে ভিনদেশি প্রতিবেশীদের সমর্থন কামনা করা হয়। গত অর্ধশত বছরের মধ্যে নিউইয়র্কে ধর্মঘটের এটি তৃতীয় ঘটনা। তবে এবারের ধর্মঘটের ব্যাপকতা অনেক বেশি। মার্কিন গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় ইয়েমেনি-আমেরিকানদের এ কর্মসূচি। আমেরিকা এবং ইয়েমেনের জাতীয় পতাকা ছাড়াও অনেকের হাতে ছিল ট্রাম্পের নির্বাহী আদেশের কঠোর সমালোচনামূলক বক্তব্যের পোস্টার-প্লেকার্ড। সাতটি দেশের মধ্যে ইয়েমেনও রয়েছে। এনআরবি নিউজ

সর্বশেষ খবর