Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
প্রকাশ : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০১
মুসল্লিদের শ্রদ্ধানুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজ আদায়রত অবস্থায় নিহত ছয় মুসল্লিদের তিনজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মন্ট্রিলে জড়ো হয়েছে হাজারো মানুষ। এ তিনজনের নাম খালেদ বেলকাসেমি, আবদেলকরিম হাসানে ও আবুবকর থাবতি।

বৃহস্পতিবার সরকারি শোকসভায় তাদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কুইবেক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ফিলিপ কুইলার্ড, শহরের মেয়র রেজিস লাবেইউমসহ কুইবেক অঙ্গরাজ্যের রাজনীতিক, মুসলিম ধর্মীয় নেতারা। গতকাল কুইবেক সিটিতে নিহত বাকি তিন ব্যক্তির স্মরণেও শোকসভা আয়োজিত হওয়ার কথা। এরা হলেন মামাদু তানু ব্যারি, ইব্রাহিমা ব্যারি ও আজেদিন সুফিয়ান। প্রথম দুজন গায়ানার ও শেষ জন মরক্কোর মূল অধিবাসী। আলজাজিরা

এই পাতার আরো খবর
up-arrow