শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার  পরিকল্পনা

ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দেশটির ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির খবরে জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এদিকে ইরানের ওপর আরও বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসতে পারে, যা বড় ঝুঁকি তৈরি করবে। নিষেধাজ্ঞা শিথিল করায় তেহরান পরমাণু কর্মসূচি এখন স্থগিত রেখেছে। অন্যদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে সিনেটরদের একটি দল বলেছে, সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দেওয়া এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো অস্থিতিশীল কার্যকলাপের জন্য ইরানের নেতাদের যথেষ্ট চাপ অনুভব করতে হবে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগসহ তাদের ওপর বাড়তি আরও নিষেধাজ্ঞা চাপানো প্রয়োজন। গত রবিবার ইরান মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। বুধবার তারা নতুন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করে। তবে এর মধ্য দিয়ে তারা পারমাণবিক চুক্তি ভঙ্গ করেনি এবং এ পরীক্ষা নিজেদের প্রতিরক্ষার জন্য চালানো হয়েছে বলেও দাবি করে। কিন্তু ইরানের এ পরীক্ষাকে ‘উসকানি’ আখ্যা দিয়ে এর নিন্দা করেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

সর্বশেষ খবর