শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিশ্বের প্রথম ‘দশ মাথার’ ক্ষেপণাস্ত্র

বিশ্বের প্রথম ‘দশ মাথার’ ক্ষেপণাস্ত্র

সাধারণত একটি ক্ষেপণাস্ত্রে একটি পারমাণবিক যুদ্ধাস্ত্র যুক্ত করার ব্যবস্থা থাকে। কিন্তু চীন আধুনিকায়ন করে সম্প্রতি একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যাতে একসঙ্গে ১০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র যুক্ত করা যেতে পারে। ওয়াশিংটনভিত্তিক রাজনৈতিক ওয়েবসাইট ওয়াশিংটন ফ্রি বিকন খবরটি বৃহস্পতিবার প্রকাশ করে। তাইওয়ান ও চীন-মার্কিন বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে আঞ্চলিক পরাশক্তি চীনের সঙ্গে তার সম্পর্কে টানাপড়েনের আশঙ্কা করা হচ্ছে। চীনের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে তাই ট্রাম্পের বিরুদ্ধে মহড়া হিসেবে দেখা হতে পারে।

তবে এ কথা অস্বীকার করেছে চীন। চীনের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক সামরিক বিশেষজ্ঞ নাম না প্রকাশের শর্তে বলেছেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ট্রাম্প প্রশাসনকে দেখানোর জন্য নয়। চীনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সেন্ট্রাল মিলিটারি কমিশনের অনুমতি লাগে। আর এ অনুমতি এবং প্রস্তুতি সম্পন্ন করতে কমপক্ষে এক বছর লাগে। ফলে ট্রাম্প ক্ষমতায় আসার পর হুট করে এ পরীক্ষা চালানো সম্ভব নয়। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর