Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৩
ইসরায়েলের নতুন বসতি নিয়ে সুর বদল ওয়াশিংটনের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে দেশটির ইহুদি বসতি সম্প্রসারণ নিয়ে ভিন্ন সুরে কথা বলেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে বলেছে, অধিকৃত অঞ্চলে ইসরায়েলের নতুন বসতি স্থাপন হয়তো ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রচেষ্টায় সহায়ক হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইসরায়েলের বসতি স্থাপন নিয়ে তার কোনো আপত্তি নেই বলে যে ইঙ্গিত দিয়েছিলেন, এ বক্তব্য তার থেকে ভিন্ন। বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ‘আমরা বিদ্যমান বসতিগুলোকে শান্তির পথে বাধা মনে করি না। তবে নতুন বসতি স্থাপন কিংবা বিদ্যমান বসতিগুলো সীমানার বাইরেও সম্প্রসারণ করাটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সহায়ক নাও হতে পারে।’ ইসরায়েলের কট্টর ডানপন্থিরা হোয়াইট হাউসের এ বক্তব্যে হতাশ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, তাদের আশা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দ্রুত বসতি স্থাপনের ইতিবাচক সংকেত দেবেন। যুক্তরাষ্ট্রের এ অবস্থান পরিবর্তনের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, বিষয়টি নিয়ে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকে কথা হবে। চলতি মাসে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow